নতুন পোশাক দেখলে সেটা গায়ে না দেয়া পর্যন্ত বাচ্চাদের যেন পেটের ভাত হজম হয়না। তবে বাবা-মাকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেখতে চকচকে হলেও নতুন পোশাক না ধুয়ে পরানো উচিত না।

একটা জামা দীর্ঘ সময় ধরে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যবহার উপযোগী হয়। এতে নানান কেমিক্যাল ব্যবহার করা হয়। বিভিন্ন হাত আর মেশিনের সংস্পর্শে আসে। এর পর সেটাকে যদিও ওয়াশ করা হয় কিন্তু কেনার পর অবশ্যই ধুয়ে বাচ্চাদের পরানো উচিত। করোনার এই ভয়াবহতার মধ্যেতো আরো সতর্ক থাকতে হবে।

নতুন পোশাক ধুয়ে না পরালে বাচ্চাদের যে ধরনের সমস্যা হতে পারে-

• বাচ্চদের ত্বকে র‌্যাশ হতে পারে।

• বিভিন্ন চর্মরোগ হতে পারে।

• পোশাকে থাকা ডাস্ট এলার্জির সমস্যা করতে পারে।

অন্যের শরীরের জীবানুর দ্বারা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে