বাংলাদেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ৮ মার্চ যখন করোনা আক্রান্ত প্রথম শনাক্ত হয়, তখন তা ছিলো এক অঙ্কের কোটায়। যত দিন করোনা টেস্ট বাড়ছে ততই কোভিড ১৯ রোগীর সংখ্যা বাড়ছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, এখন আমাদের তিনটি ব্যবস্থা নিতে হবে।

প্রথমত, সামাজিক সংক্রমণ ঠেকাতে হবে। এজন্য আমাদের লক ডাউন আরো জোরদার করতে হবে। এখনো যে মানুষ ঘোরাফেরা করতে হবে। মেলামেশা করছে, এটা যে কোন উপায়ে বন্ধ করতে হবে। না হলে এটা ঠেকানো কঠিন হয়ে পড়বে।

দ্বিতীয়ত, তিনি বলেছেন, আমাদের যে স্বাস্থ্যবিধি তা কঠিনভাবে মেনে চলতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধোয়া। যেখানে সেখানে হাচি কাশি না দেওয়া। আমাদের যে স্বাস্থবিধিগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রতিপালন করতে হবে।

তৃতীয়ত তিনি বলেছেন, আমাদের যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। কারণ সুচিকিৎসা যদি না দেওয়া হয় তাহলে মৃত্যুর হা্র আমাদের জন্য গভীর আতঙ্কের সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: গোনিউজ২৪/এন